ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২ নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা স্নাতক পাসে বাংলাদেশের উল্লিখিত জেলা থেকে আবেদন করতে পারবেন । এই সার্কুলারে শুধুমাত্র ০১টি পদে লোক নিয়োগ করা হবে । উক্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই ০১টি পদে মোট ১৫ জন লোক নিয়োগ করা হবে ।

ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২

  • প্রতিষ্ঠানের নাম : ওয়েব ফাউন্ডেশন ।
  • পদের নাম : ইউনিট ম্যানেজার ।
  • পদের সংখ্যা : ১৫ টি ।
  • বয়স : সর্বোচ্চ ৩৮ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ( তৃতীয় শ্রেণির / বিভাগ গ্রহণযোগ্য নয় ৷
  • অভিজ্ঞতা : ক্ষুদ্রঋণ কর্মসূচী শাখা ম্যানেজার পদে ন্যূনতম ০৩ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার অপারেটর করার অভিজ্ঞতা থাকতে হবে । মোটরসাইকেল চালানায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
  • বেতন বা সেলারি : মাসিক সাকুল্য ২৯,৬০০-৩১,১০০/- টাকা ।

বেতন ও ভাতা ঃ ঢাকা বিভাগের জন্য সর্বসাকুল্যে ৩১,১০০/- টাকা ( বেতন ২৬,০০০/- মোটরসাইকেল ভাতা ৩,০০০/- যোগাযোগ ভাতা ৬০০/- টিফিন ভাতা ১,৭৫০/- টাকা ), এবং খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের জন্য সর্বসাকুল্যে ২৯,৬০০/- টাকা (বেতন ২৪,৫০০/- মোটরসাইকেল ভাতা ৩০০০/- যোগাযোগ ভাতা ১,৫০০/- ) । উৎসব, বৈশাখী ভাতা ও আবাসন সুবিধা প্রদান করা হবে । চাকরি ০৩ মাস পর্যবেক্ষনের প্রেক্ষিতে ০৬ মাস পর কাজের ফলাফল মূল্যায়ন করে স্থায়ী নিয়োগ দেওয়া হবে । চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা ( প্রাইভেট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি ) প্রদান করা হবে ।

কাজের দায়িত্ব ঃ

ক্ষুদ্রঋণ কর্মসূচীর ইউনিট পর্যায়ের সার্বিক কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি, তথ্য ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা, কর্মী পরিচালনা । পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতি মনিটরিং । বিজনেস প্লান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইউনিটের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন । ওটিআর শতভাগ নিশ্চিত করা এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম বাস্তবায়ন করা ।

কর্মস্থল : খুলনা, ঢাকা, বরিশাল, রাজশাহী ।

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ঃ

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।

খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে । শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে । কোন টিএ/ডিএ প্রদান করা হবে না । ভিডি অথবা পে-অর্ডারে শুধুমাত্র ওয়েব ফাউন্ডেশন লেখা থাকবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে । উল্লেখ্য যে, নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে ।

আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে ঃ

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ( যোগাযোগ নাম্বারসহ ), শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ০১ কপি ছবি এবং ওয়েব ফাউন্ডেশন শিরোনাম ২০০/- টাকার ভিডি পে-অর্ডারসহ আগামী ১২য়ে ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।

উল্লিখিত পদে আবেদন করার নিয়ম এবং মাধ্যম নিম্নে দেওয়া হলো ঃ

আবেদনের শেষ তারিখ : ১২য়ে ফেব্রুয়ারি ২০২২ ।
আবেদনের লিংক : wavefoundationbd.org
আবেদনের মাধ্যম : বিডিজবস সাইড ।
আবেদনের ঠিকানা : প্রশাসন ও মানবসম্পদ বিভাগ , ওয়েব ফাউন্ডেশন ২২/২৩বি, ব্লক খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে ।

Leave a Reply