Advertisements

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২ প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা জেএসসি / এসএসসি পাসে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন । এই সার্কুলারে শুধুমাত্র ০১টি পদে লোক নিয়োগ করা হবে । উক্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই ০১টি পদে মোট ১২ জন লোক নিয়োগ করা হবে ।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠানের প্রথম পদের নাম হলো : মিটার রিভার কাম-ম্যাসেঞ্জার । এই পদটির পদসংখ্যা হলো : ১২ জন । বয়স : প্রার্থী সর্বোচ্চ বয়সসীমা ৫২ বছর (১০/০২/২০২২ খ্রিঃ তারিখে ) সর্বোচ্চ ৩য় চুক্তি বা ৫৫ বছর পর্যন্ত ( যাহা আগে আসে ) চাকরি করতে পারবে ।

এই পদের ক্ষেত্রে বেতন বা সেলারি : ১৪,৭০০-২৬,৪৮০/- টাকা সহ পবিস নির্দেশিকা অনুযায়ী অন্যান্য ভাতাদি । শিক্ষাগত যোগ্যতা : জেএসসি / এসএসসি পাস । অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীর মিটার রিডার / ম্যাসেঞ্জার / মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার ( চুক্তিভিত্তিক ) পদে ০৩ বছর / ০৯ বছর ধারাবাহিক ও সন্তোষজনক কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে ।

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে

আবেদনপত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

প্রার্থীর বয়স ঃ

২৩শে ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে । তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা ৩২ বছর পযর্ন্ত শিথিলযোগ্য । উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র / কন্যার পুত্র / পুত্র কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর । বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় ।

প্রার্থীকে নির্ধারিত ফরমে নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করতে হবে । অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ঘষামাজা আবেদন গ্রহণযোগ্য নয় এবং সরাসরি বাতিল বলে গণ্য হবে ।

আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে ঃ

আবেদনপত্রে নির্ধারিত স্থানে ০২ কপি সত্যায়িত ছবি সংযোজন করতে হবে । শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত অনুলিপি । জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি । স্থানীয় ইউনিয়ন পরিষদ / পৌরসভার চেয়ারম্যান / ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ( সত্যায়িত কপি ) । সিনিয়র জেনারেল ম্যানেজার / জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত ” অভিজ্ঞতার সনদপত্র / প্রত্যায়ন পত্র যা এজিএম ( প্রশাসন / এইচআর ) কর্তৃক সত্যায়িত থাকতে হবে ।

বেতন ও ভাতাদি ঃ

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে চুক্তিকালীন সময়ের নিম্নবর্ণিতভাবে বেতন ও ভাতা প্রদান করা হবে : –

ক. সাকুল্য বেতন ( মূল বেতন + বাড়িভাড়া বাব দ মূল বেতনের ৪০% ) ।
খ. মাসিক বিদ্যুৎ বিল ভাতা ১৫০ ইউনিটের সমপরিমাণ অর্থ ।
গ. মাসিক যাতায়াত ভাতা ১,৫০০/- ( এক হাজার পাঁচশত ) টাকা ।

উল্লিখিত পদে আবেদন করার মাধ্যম নিম্নে দেওয়া হলো ঃ

Advertisements
আবেদন শুরুর তারিখ : ০১ য়ে ফেব্রুয়ারি, ২০২২ ।
আবেদনের শেষ তারিখ : ২০শে ফেব্রুয়ারী, ২০২২ ।
ওয়েবসাইট : www.pbs.manikganj.gov.bd
আবেদনের মাধ্যম : ডাকযোগে ।

আবেদনের ঠিকানা ঃ

উক্ত আবেদন. ফরম সংগ্রহ পূর্বক প্রার্থী নিজের হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ১০/০২/২০২২ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বাগজান, মুলজান, মানিকগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র গ্রহণ করতে হবে সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না ।

Leave a Reply

Advertisements