ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২ প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা স্নাতক (বিজ্ঞান) পাসে শুধুমাত্র তিনটি জেলা ব্যতিত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন । এই সার্কুলারে শুধুমাত্র ০১টি পদে লোক নিয়োগ করা হবে । উক্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই ০১টি পদে মোট ৪৫৩ জন লোক নিয়োগ করা হবে ।
ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম | ভূমি অফিস । |
পদের নাম | কম্পিউটার অপারেটর । |
পদের সংখ্যা | ৪৫৩ জন । |
বয়স | অনূর্ধ্ব ৩০ বছর । |
মেয়াদ কাল | ৩৬ মাস । |
বেতন বা সেলারি | ১৯,৩০০/- টা: ১৮,২০০/- এবং ১৭,৬৫০/- টাকা । |
বেতন গ্রেড | ১৩ তম । |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাশ । |
অভিজ্ঞতা | সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উর্ত্তীণ হতে হবে । |
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে
আবেদনপত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে
আবেদনকারীর নাম, পিতা / স্বামী / মাতার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ও বয়স ইত্যাদি উল্লেখসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মবলি ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট www.lmap.mainland.gov.bd ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ১৭/০২/২০২২ তারিখের পর পাওয়ার যাবে । ২৩/০২/২০২২ তারিখ হতে ২২/০৩/২০২২ তারিখ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবে । নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না ।
উল্লিখিত পদে আবেদন করার মাধ্যম নিম্নে দেওয়া হলো
আবেদন শুরুর তারিখ | ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ । |
আবেদনের শেষ তারিখ | ২২ মার্চ, ২০২২ । |
ওয়েবসাইট | http:/lmap.teletalk.com.bd |
আবেদনের মাধ্যম | অনলাইনে । |
আবেদনের ঠিকানা
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://lmap.teletalk.com.bd ওয়েবসাইটে হতে অনলাইনে ২০/০২/২০২২ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবে । অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত / হস্তলিপি কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রেরণ করতে হবে না বরং বাতিল বলে গণ্য হবে ।