গণ কল্যাণ ট্রাষ্ট ( জিকেটি ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গণ কল্যাণ ট্রাষ্ট ( জিকেটি ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা স্নাতক পাসে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন । এই সার্কুলারে শুধুমাত্র ০১টি পদে লোক নিয়োগ করা হবে । উক্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই ০১টি পদে ৬০ জন লোক নিয়োগ করা হবে ।

গণ কল্যাণ ট্রাষ্ট ( জিকেটি ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • প্রতিষ্ঠানের নাম : গণ কল্যাণ ট্রাষ্ট ( জিকেটি ) ।
  • পদের নাম : মাঠ কর্মী ।
  • পদের সংখ্যা : ৬০ জন ।
  • বয়স : ১৮-৩০ বছর ।
  • বেতন বা সেলারি : ১৩,৫০০-১৬,৭৫০/- টাকা ।
  • বেতন গ্রেড : উল্লেখ নেই ।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতক ডিগ্রি ।

 

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনপত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।

সুবিধাদি : চাকরি স্থায়ী হওয়ার পর পিএফ, গ্যাচুইটি,
০২ বছরের উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধাসহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেট প্রদান করা হয় ।

সাক্ষাতের সময়ে প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে । আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে । পূর্ণ জীবন্ত (মোবাইল ফোন নাম্বার সহ ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; চেয়ারম্যান / ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, জাতীয়

পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতোলা ০২

কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সাক্ষাৎকাটীর বয়স আবেদনের শেষ তারিখ পর্যন্ত ১৮-৩০ বছর হবে ( অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ) অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করা প্রয়োজন নাই ।

উল্লিখিত পদে আবেদন করার মাধ্যম নিম্নে দেওয়া হলো

শর্ত সমূহ ৪ সংস্থার নিয়মানুযায়ী ২০,০০০/- টাকা ( ফেরৎ যোগ্য ) জামানত জমা করতে হবে । জমাকৃত টাকার উপর বার্ধিক ৬% হারে সুদ প্রদান করা হবে । সাক্ষাৎকারের পূর্বে রেজিস্টেশন ফি বাবদ ১০০/- টাকা জমা দিতে হবে । নিয়োগের সকল কার্যাদি সংস্থা চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত ।

 

  • আবেদনের শেষ তারিখ : ২৪ শে মার্চ, ২০২২ ।
  • আবেদনের মাধ্যম : ডাকযোগে ।
  • ওয়েবসাইট : http://gktbd.net
  • আবেদনের ঠিকানা : সমন্বয়ক, গণ কল্যান ট্রাষ্ট, ১০-১ অমর্ত্য সেন সড়ক, পূর্ব দাশড়া, মানিকগঞ্জ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪/০৩/২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।

 

গণ কল্যাণ ট্রাষ্ট ( জিকেটি ) নিয়োগ বিজ্ঞপ্তি
গণ কল্যাণ ট্রাষ্ট ( জিকেটি ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

Leave a Reply