চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা এলএলবি ডিগ্রি প্রাপ্ত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন । এই সার্কুলারে শুধুমাত্র ০১টি পদে লোক নিয়োগ করা হবে । উক্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই ০১টি পদে ০৪ জন লোক নিয়োগ করা হবে ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
|
|
প্রতিষ্ঠানের নাম | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ । |
পদের নাম | প্যানেল আইনজীবী । |
পদের সংখ্যা | ০৪ জন । |
বয়স | ১৮-৩০ বছর । |
বেতন বা সেলারি | আলোচনা সাপেক্ষে । |
বেতন গ্রেড | উল্লেখ নেই । |
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- প্রতিষ্ঠানের নাম : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ।
- পদের নাম : প্যানেল আইনজীবী ।
- পদের সংখ্যা : ০৪ জন ।
- বয়স : ১৮-৩০ বছর ।
- বেতন বা সেলারি : আলোচনা সাপেক্ষে ।
- বেতন গ্রেড : উল্লেখ নেই ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে অনুমোদিত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিধারী হতে হবে ।
এবং ফৌরোজদাডরী মামলায পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
মামলার গ্রুপ :
রিট, সংস্থাপন ও শ্রমবিরোধ মামলা ।
অ্যাডমিরালটি স্যুটি ৷
ম্যানিস্যুট সংক্রান্ত মামলা / মোকদ্দমা ।
দেওয়ানী মামলা, ফৌজদারী মামলা ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি : নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনপত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি : উপরে উল্লিখিত ৫টি গ্রুপের মামলার চট্টগ্রামস্ত বিভিন্ন আদালতে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও দেশের অন্যান্য জেলা জজ আদালতে মামলা / মোকদ্দমা পরিচালনায় জন্য পৃতক ০৫টি প্যানেল তৈরি করা হবে । প্রার্থীকে অবশ্যই মামলায় নির্দিষ্ট গ্রুপ এবং আদালতে নাম ( চট্টগ্রাম জজ কোর্ট / বাংলাদেশ সুপ্রিম কোর্ট ) উল্লেখ পূর্বক পৃথক পৃথক গ্রুপের জন্য আবেদন করতে হবে ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি : প্রতিটি আবেদন পত্রের সাথে বার-এ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা সত্যায়িত ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, স্থানীয় বার-এ যোগদানের সনদ, হাইকোর্ট বিভাগ আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তি সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক সনদ পত্রের ০২ কপি করে৷ দাখিল করতে হবে ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি : প্রতিটি দরখাস্তের সাথে ১০০/- টাকা মূল্যের পোস্টাল অর্ডার / ব্যাংক ড্রাফট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান৷ অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তার বরাবরে অবশ্যই প্রেরণ করতে হবে । দরখাস্তের ফরম এবং চবক কর্তৃক নির্ধারিত রেইট অব ফি এন্ড কপি www.cpa.giv.bd ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে । চবক এর নির্ধারিত রেইট অব ফি -তে মামলা / মোকদ্দমা পরিচালনা করতে সম্মত আছেন এই মর্মে একটি ঘোষণা পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে ।
উল্লিখিত পদে আবেদন করার মাধ্যম নিম্নে দেওয়া হলো
আবেদনের শেষ তারিখ : | ৩১ শে মার্চ, ২০২২ । |
আবেদনের মাধ্যম : | ডাকযোগে । |
ওয়েবসাইট : | https://mofa.gov.bd । |
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি : আবেদনপত্র আগামী ৩১/০৩/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী নিকট অবশ্যই দাখিল করতে হবে । ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের বিজ্ঞপ্তি মোতাবেক পুনঃ আবেদন দাখিল করতে হবে ।