বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা স্নাতক পাসে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন । এই সার্কুলারে শুধুমাত্র ০১টি পদে লোক নিয়োগ করা হবে । উক্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই ০১টি পদে মোট ০১ জন লোক নিয়োগ করা হবে ।
প্রতিষ্ঠানের নাম : | বিদ্যুৎ বিভাগ ( জ্বালানি দক্ষতা ) । |
পদের নাম : | সহকারী পরিচালক । |
পদের সংখ্যা : | ০১ জন । |
বয়স : | ১৮-৩০ বছর । |
বেতন | ২২,০০০-৫৩,০৬০/- টাকা । |
বেতন গ্রেড : | ০৯ তম । |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ বা যান্ত্রিক বা কেমিক্যাল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রী এবং শিক্ষা জীবনে ০২ টিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে । তবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না । |
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে
আবেদনপত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে
আবেদনকারীর নাম, পিতা / স্বামী / মাতার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ও বয়স ইত্যাদি উল্লেখসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ।
প্রার্থীর বয়স ঃ ১৩/০২/২০২২ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর । তবে মুক্তিযোদ্ধা / শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা / প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর ।
উল্লিখিত পদে আবেদন করার মাধ্যম নিম্নে দেওয়া হলো
আবেদন শুরুর তারিখ : | ১৩শে ফেব্রুয়ারি, ২০২২ । |
আবেদনের শেষ তারিখ : | ১৩ই মার্চ, ২০২২ । |
ওয়েবসাইট : | www.asreda.gov.bd |
আবেদনের মাধ্যম : | ডাগযোগে । |
আবেদনের ঠিকানা
চেয়ারম্যান, ‘টেসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ‘ , বিদ্যুৎ বিভাগ, আইইবি ভবন-১১ তলা, রমনা, ঢাকা বরাবরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকুরির আবেদনের মডেল ফরম অনুযায়ী আবেদন করতে হবে । আবেদন ফরম স্রেডার নিজস্ব ওয়েবসাইট www.sreda.gov.bd এ পাওয়া যাবে ।
