বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২ প্রকাশ করা হয়েছে । এখানে আপনারা বিএসসি পাসে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২ : বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি জব সার্কুলার ২০২২ ) জাহাজ বহর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন । এই আর্টিকেলে আলোচনা করা হবে যে,এখানে কি কি পদ আছে ? এখানে আপনারা কীভাবে আবেদন করবেন ? আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে ?
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ শিপিং কর্পোরেশন ।
- পদের নাম : জুনিয়র ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ার ।
- চাকরির ধরন : সরকারি চাকরি ।
- পদের সংখ্যা : ০৬ জন ।
- বয়স : ৩০ বছর ।
- বেতন বা সেলারি : ২৪,০০০-২৫,২০০-২৬,৪৬০-২৭,৭৯০-২৯,৩১০ টাকা ।
- বেতন গ্রেড : উল্লেখ নেই ।
- শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ারিং ড্রিগ্রী ( ইলেক্ট্রনিক ) অথবা ২ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা-ইন-ইন্জিনিয়ারিং ( ইলেকট্রিক্যাল ) ।
আবেদন শুরু : ৩০শে জানুয়ারি, ২০২২ । |
আবেদনের শেষ তারিখ : ২৮শে ফেব্রুয়ারী, ২০২২ । |
আবেদনের মাধ্যম : অনলাইনে |
আবেদনের লিংক : http://job.bsc.gov.bd/ |
ওয়েবসাইট : www.bsc.gov.bd |
শর্তাবলি
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফী জমাদানের শুরুর তারিখ : ৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিঃ, সময় : সকাল ৯টা
অনলাইনে আবেদন পরীক্ষার ফী জমাদান শেষ তারিখ : ২৮শে ফেব্রুয়ারী, ২০২২ , সময়: রাত ১২টা ।
আবেদনকারীকে আবেদন ফরম পূরণ করে আগামী ২৭-০৪ তারিখের মধ্যে “মহাব্যবস্থাপক ( শিপ পার্সোনেল ) , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন সল্টগোলা রোড চট্টগ্রাম-এর বরাবর পৌঁছাতে হবে । অসম্পূর্ণ / ক্রটিপূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত তারিখের /সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না । খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে । নির্ধারিত আবেদনপত্র ফরমটি বিএসসসির ওয়েরসািট এর ফরম সেকশনে পাওয়া যাবে ।
আশাকরি যে, আপনারা বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২ এর সম্পর্কে লিখা এই সার্কুলারটি ভালোভাবে বুঝতে পেরেছেন । আপনি যদি কোথাও না-বুঝে থাকেন বা এপ্লাই করতে কোনো ধরনের সমস্যা সম্যুখীন হলে অথবা যদি এই সার্কুলারটি সাজাতে গিয়ে কোনো জায়গায় ভুল হয়ে থাকে, সেইক্ষেত্রে কমেন্ট করে বলতে পারেন ।