ব্র্যাক ব্যাংক লোন সুবিধা | BRAC Bank Loan Benefit

আজকের আর্টিকেলে রয়েছে, ব্র্যাক ব্যাংক লোনের সুবিধা বা উপকারিতা। পোস্টে আছে লোনের প্রকার, প্রকারগুলোর ব্যাখ্যা, সুদের হার এবং আরো অনেক কিছু।

ব্র্যাক ব্যাংকে আগে থেকে যদি আপনার একাউন্ট থাকে। সেখান থেকে লোন নিতে চান, তাহলে আপনাকে ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি কি, ব্র্যাক ব্যাংকের লোন সুবিধা কি, কি শর্ত রয়েছে ব্র্যাক ব্যাংকের লোন পদ্ধতি কি কি, কি লিমিটেশন আছে এবং আরো গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরলাম আজকের আর্টিকেলে।

ব্র্যাক ব্যাংক লোনের প্রকারভেদ

বাংলাদেশের অন্যান্য ব্যাংকে যেমন লোনের প্রকার রয়েছে তেমনি ব্র্যাক ব্যাংকেও লোনের প্রকারভেদ রয়েছে। এবং আপনি ব্র্যাক ব্যাংকের লোনের প্রকারভেদ থেকে যেকোনো লোনের প্রকার আপনি বেছে নিতে পারেন। যে লোন আপনার প্রয়োজন।
ব্র্যাক ব্যাংকে ৪ প্রকার লোন রয়েছে। যথা:

১- পার্সোনাল লোন।
২- স্যালারী লোন।
৩- অটো লোন।
৪- হোম লোন।

ব্র্যাক ব্যাংকে এই ৪ প্রকার লোন এ কোন ভেজাল নেই আপনি চাইলে এই চার প্রকার লোন থেকে যে কোন একটি নিতে পারেন।

More Loans

পার্সোনাল লোন:

আপনি যদি ব্র্যাক ব্যাংক থেকে আপনার ব্যক্তিগত কাজের জন্য লোন নিতে চান, ধরুন আপনার ব্যবসায়িক কাজ আপনার ব্যক্তিগত যে কোন কাজের জন্য লোন নিতে চান, তাহলে আপনাকে ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনটা নিতে হবে।

পার্সোনাল লোন এর সুবিধা:

পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিতে আপনার অনেক সুবিধা রয়েছে কারণ আপনার কিছু ব্যক্তিগত কাগজপত্র দিয়ে আপনি লোনটা নিতে পারেন গ্রাহকদের সুবিধার্থে কিছু সুবিধা উল্লেখ করা হলো:

  • আপনি পার্সোনাল লোনে সর্বোচ্চ এক লক্ষ টাকা লোন নিতে পারবেন।
  • এবং সর্বনিম্ন লোন ২০ হাজার টাকা।
  • আপনাকে কোন জামানত হবে না কারণ পার্সোনাল লোনের জামানত শর্ত নাই।
  • আপনি ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার পর আপনার ব্র্যাক ব্যাংকে ঋণ পরিশোধ করার সময় কাল হচ্ছে এক বছর থেকে 5 বছর পর্যন্ত।
  • ব্র্যাক ব্যাংকে প্রসেসিং ফি হচ্ছে ২%

ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনে কি কি যোগ্যতা প্রয়োজন লাগে?

  • আপনি যদি পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার মাসিক আয় কমপক্ষে ২৫ হাজার টাকা হতে হবে।
  • আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র বা নথিপত্র যা যা প্রয়োজন হবে:

  • এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনার জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ডের ফটোকপি।
  • আপনার গত ছয় মাসের ব্যাংকের হিসাব লাগবে।
  • ট্রেড লাইসেন্স।

স্যালারী লোন:

আপনি যদি স্থায়ী বেতনভুক্ত চাকরিজীবী হন তাহলে আপনি সেলারী লোন নিতে পারবেন।

More Loans

সেলারি লোনের সুবিধা:

আপনি যদি ব্র্যাক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার ব্র্যাক ব্যাংকের স্যালারি লোনের সুবিধা জানা আবশ্যক।

  • ব্র্যাক ব্যাংকে আবেদনকারীর বেতনের ১৫ গুন পর্যন্ত ঋণ দেওয়া হয়।
  • ঋণ পরিশোধ করার সময় ১২ থেকে ৬০ মাস মেয়াদে সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন।
  • সুদের হার হবে ১৯ শতাংশ থেকে ১৯.৫ শতাংশ।

সেলারি লোনের যোগ্যতা:

  • আবেদনকারীর মাসিক বেতন সর্বনিম্ন ১২০০০ টাকা হতে হবে।
  • আবেদনকারীর সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং বেতনের রশিদ জমা দিতে হবে।
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র ও এক বছরের চাকরির অভিজ্ঞতার কাগজপত্র ব্র্যাক ব্যাংকে জমা দিতে হবে।
  • আপনার ঋণের অর্থের উপর ১৫ শতাংশ প্রসেসিং ফি দিতে হবে।
  • অগ্রিম ফি বাবদ দিতে হবে ১% থেকে ২% রেটে।
  • গ্রহীতা বিদ্যমান সুদের হার থেকে ১% ছাড় পাবে।

অটো লোন:

আপনি যদি নতুন গাড়ি কিনতে চান বা গাড়ির সার্ভিসিং করাতে চান, তাহলে অটো লোনটি আপনি নিতে পারবেন। শুধু তাই নয় অটো লোনে আপনি রিকন্ডিশন গাড়ি ও কিনতে পারবেন।

অটো লোনের সুবিধা সমূহ:

  • আপনার অটো লোনের ঋণের পরিমাণ গাড়ির মূল্যের ৯০%।
  • অটো লোন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
  • অটো লোন আপনি ১ থেকে ৫ বছর মেয়াদে পরিশোধ করতে পারবেন।

অটো লোনের জন্য যা যা প্রয়োজন হবে:

  • মাসিক পঁচিশ হাজার টাকার কর্মকর্তা।
  • স্বনির্ভর ও জমির মালিকরা এবং ৩৫ হাজার টাকা উপার্জনক্ষম ব্যবসায়ী ব্র্যাক ব্যাংকে অটো লোনের জন্য আবেদন করতে পারবেন।
  • অটো লোনের জন্য আপনার বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।
  • আপনার গত এক বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
  • আপনার গাড়ির মূল্য বিবরণী জমা দিতে হবে।
  • আপনার ব্যক্তিগত টিআইএন সনদপত্র জমা দিতে হবে।
  • আপনার বেতনের রশিদ জমা দিতে হবে।
  • ট্রেড লাইসেন্স (ব্যবসায়ীদের জন্য) জমা দিতে হবে।
  • আপনাকে মেমোরেন্ডাম ও অফ আর্টিকেল জমা দিতে হবে।
  • সুদের হার হবে ১৫ থেকে ১৬ শতাংশ।

হোম বা বাড়ি লোন:

ব্র্যাক ব্যাংকের সবচেয়ে অন্যতম লোন হচ্ছে হোম লোন বা বাড়ি লোন। আপনি যদি লোন নিয়ে বাড়ি তৈরি বা বাড়ির কাজের জন্য টাকা প্রয়োজন হয়, তাহলে হোম লোন বা বাড়ি লোন আপনার জন্য বেস্ট অপসন।

More Loans

হোম বা বাড়ি লোনের সুবিধা:

  • ব্র্যাক ব্যাংক থেকে হোম লোনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুই কোটি টাকা লোন নিতে পারবেন।
  • ব্র্যাক ব্যাংকের লোনের সুদ হচ্ছে ২০%।
  • হোম লোন পরিশোধ করার সময় সীমা হচ্ছে ২০ বছর।
  • মোট লোনের 2% প্রসেসিং ফি হিসেবে কেটে নেওয়া হবে।

হোম বা বাড়ি লোনের যোগ্যতা:

ব্র্যাক ব্যাংকে সকল লোনের শর্ত রয়েছে। ব্র্যাক ব্যাংকে যে কোন লোন আদায় করতে গেলে অবশ্যই ঋণ পরিশোধ করার জন্য যোগ্যতা প্রয়োজন হবে। তাই ব্র্যাক ব্যাংকে লোন নিতে গেলে সকল রিকুয়ারমেন্ট পূরণ করতে হবে। হোম লোনের জন্য যা যা যোগ্যতা প্রয়োজন তা আমরা নিচে তুলে ধরেছি। যথা:

  • ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনার বয়স সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে।
  • এবং সর্বনিম্ন ২৫ বছর হতে হবে।
  • আপনার মাসিক আয় নূন্যতম ত্রিশ হাজার টাকা হতে হবে।
  • আপনি ব্র্যাক ব্যাংক হোম লোন নিতে গেলে আপনাকে মূলত বিজনেস, অনার প্রাইভেট কোম্পানির অনার, এবং পার্টনারশিপ বিজনেস কোম্পানির ম্যানেজার হতে হবে।

হোম লোন বাড়ি লোনের প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে:

  • আপনার সর্বশেষ কর প্রধানের দলিল কাগজপত্র।
  • আপনার সর্বশেষ ব্যাংকের লেনদেনের নথিপত্র অর্থাৎ স্টেটমেন্ট।
  • আপনার জাতীয় পরিচয় পত্র এন আই ডি বা পাসপোর্ট এর ফটোকপি।
  • আপনার এক বছরের স্যালারি কাগজপত্র বা স্টেটমেন্ট লাগবে।
  • পার্টনারশিপ বা অংশীদার কোম্পানি থাকলে তার নথিপত্র লাগবে।
  • মালিকানার চুক্তি লাগবে।
  • আপনি পেশাদার থাকলে তার দলিলপত্র লাগবে।

ব্র্যাক ব্যাংকে সুদের পরিমান কত?

ব্র্যাক ব্যাংকে সুদের হার হচ্ছে ৯% এবং প্রসেসিং ফি ২%।

আপনি যদি ব্যক্তিগত কোনো কারনে কারোর উপর বিশ্বাস করতে না পারেন তাহলে আপনাকে ব্র্যাক ব্যাংকের কন্টাক্ট নাম্বারে কল দিয়ে ঋণ সম্পর্কে এবং সুদের হার সম্পর্কে লোন সম্পর্কে সমস্ত জিনিস সম্পর্কে সেখান থেকে ডিটেলস কালেক্ট করে নেবেন।

ব্র্যাক ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার.

More Loans

Advertisement
Advertisement

Leave a Comment