আমাদের আজকের ব্র্যাক এনজিও লোন পদ্ধতি আর্টিকেলে রয়েছে, ব্র্যাক ব্যাংক লোন কি? কত প্রকার, লোন পদ্ধতি, ব্র্যাক এনজিও লোন নেওয়ার যোগ্যতা, কি কি সুবিধা এবং সুদের হার কত লাগবে। ব্র্যাক এনজিও লোন সম্পর্কে গুরুত্বপূর্ণ সব কিছু রয়েছে আর্টিকেলে।
ব্র্যাক ব্যাংক লোন কি?
আপনার যদি ব্র্যাক ব্যাংকে আগে থেকে একাউন্ট তাকে আপনি সে একাউন্টের এগেনেস্টে লোন নিতে পারেন। বাংলাদেশের সকল ব্যাংকের মতো ব্র্যাক ব্যাংকেও লোন সিস্টেমে প্রকারভেদ রয়েছে। মানে, আপনি বিভিন্ন প্রকারভেদের বিভিন্ন ক্যাটাগরির লোন নিতে পারবেন। অন্যান্য ব্যাংকের মতো ব্র্যাক ব্যাংকেও হোম লোন পার্সোনাল লোন এডুকেশন লোন এসকল লোন রয়েছে। সুতরাং, আপনি ব্র্যাক এনজিও লোন পদ্ধতি সম্পর্কে সুদের হার সম্পর্কিত প্রাসঙ্গিক এবং আরও অনেক কিছু জানতে আমাদের সাথে থাকুন।
ব্র্যাক ব্যাংক লোন কত প্রকার?
বাংলাদেশের সমস্ত ব্যাংকের মতো ব্র্যাক ব্যাংকেও লোনের প্রকারভেদ রয়েছে। ব্র্যাক ব্যাংকের এ প্রকারভেদ নির্ভর করে আপনি কেন লোন নিচ্ছেন এবং কোন একাউন্টের সাহায্যে লোন নিচ্ছেন সাধারণত কত টাকার লোন নিচ্ছেন তার উপর। ব্র্যাক ব্যাংক লোনের সকল প্রকারভেদ নিম্নে দেওয়া হলো:
- শিক্ষা লোন।
- হোম লোন।
- টিচার্স লোন।
- স্যালারি লোন।
- পার্সোনাল লোন।
- সিএমএসএমই লোন।
- মোটর লোন।
ব্র্যাক এনজিও লোন পদ্ধতি:
ব্র্যাক এনজিও লোন সেই ব্যক্তিদের জন্য যারা বাড়ি করতে চাচ্ছে, নতুন গাড়ি কিনতে চাচ্ছে, নতুন ব্যবসা করতে চাচ্ছে-কিন্তু আর একটা জরুরী কথা আপনি যদি লোন নেন, তাহলে আপনার ঋণ পরিশোধ করার জন্য আপনার অর্থ সামর্থ্য থাকা জরুরি। কারণ ব্র্যাক এনজিও বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মতো আপনার প্রতিষ্ঠান আছে কিনা আপনার চাকরি আছে কিনা তা দেখে আপনাকে লোন দেবে।
ব্র্যাক এনজিও লোন নেওয়ার যোগ্যতা:
আপনি যদি ব্র্যাক এনজিও থেকে ঋণ নিতে চান তাহলে আপনার বয়স ১৮ থেকে ৬৫ এর মাঝে হতে হবে। আপনি যে ব্র্যাক এনজিওর শাখা থেকে ঋণ নিবেন সে শাখার সদস্য হতে হবে আপনাকে, আপনার সঞ্চয় এবং জমানত থাকতে হবে।
*সুবিধা সমূহ:
- প্রক্রিয়াকরণ কোন ফি নেই।
- লোন পরিশোধের সময় ১২ মাস হতে ১৮ মাস সর্বোচ্চ।
- কোন জটিলতা নেই।
ব্র্যাক এনজিও ঋণের সুদের হার:
- মুনাফার হার সসর্বোচ্চ ২৪.০০% হয়ে থাকে, তবে আপনার লোন ১ লক্ষ হতে ৫ লক্ষের কম হয় তাহলে সুদ হবে ২৪%।
- তারপর, ৫ লক্ষ হতে ১০ লক্ষের কম হলে আপনার সুদ হবে ২২%।
- লোন ১০ লক্ষের বেশি হলে ২০% সুদ।
আপনি যত কম সময়ে আপনার লোনের ঋণ পরিশোধ করবেন সুদের হার তত কম হবে।
অনুমোদনের জন্য আপনার কাছ থেকে 15 থেকে 20 দিন কর্মদিবস সময় নিবে। ব্র্যাক এনজিও আপনাকে কত টাকা লোন দিবেন সেটা আপনার বেতনের উপর কিছুটা নির্ভর করবে।
ব্র্যাক এনজিও লোনের জন্য আবেদন করতে কি কি লাগবে?
- আপনার পাসপোর্ট সাইজের নতুন রঙ্গিন ছবি।
- আপনার পরিচয় পত্র ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি লাগবে।
- আপনি যদি অফিসে চাকরি করেন তাহলে অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
- আপনার বেতন বা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি লাগবে।
- আপনার ৬ মাসের ব্যাংক হিস্টোরির স্টেটমেন্ট লাগবে।
আপনি যে এলাকায় এনজিও শাখা হতে লোন উত্তোলন করবেন সেই এলাকার স্থানীয় বসবাসকারী জমীনদারের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রয়োজন হবে।