অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ | E Passport Check Online

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ | E Passport Check Online পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ই পাসপোর্ট চেক ২০২২ ই পাসপোর্ট ডেলিভারি চেক পুরাতন পাসপোর্ট চেক করার নিয়ম অনলাইনে পাসপোর্ট চেক Mrp পাসপোর্ট চেক 16445 পাসপোর্ট চেক পাসপোর্ট হয়েছে কিনা চেক

পাসপোর্ট আবেদনের পর মাথায় একটায় চিন্তা আসে, কবে পাসপোর্ট ডেলিভারি পাবে ? এ জন্য ই-পাসপোর্ট ডেলিভারি টাইম এবং পাসপোর্ট ডেলিভারি চেক করতে থাকি । ই-পাসপোর্ট ডেলিভারি চেক, MRP পাসপোর্ট ডেলিভারি চেক, ই-পাসপোর্ট ডেলিভারি টাইম এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক করে গুরুত্বপূর্ণ তা সম্পর্কে আলোচনা যাতে নির্ভুল পাসপোর্ট পেতে পারেন ।

১. ই পাসপোর্ট ডেলিভারি – e-passport delivery

= সহজ কথায় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহকে ই পাসপোর্ট ডেলিভারি বলে, তবে আমি মনে করি যে, সঠিক এবং নির্ভুল পাসপোর্ট ডেলিভারি পাওয়াকে পাসপোর্ট ডেলিভারি বলে । যদি আপনার পাসপোর্ট এ ভুল থেকে যায় তবে আপনার সময় শ্রম, টাকা অপচয় হবে সাথে নতুন ভোগান্তি তৈরি হবে ।

২. ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক – e-passport delivery silp check

= পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আবেদন শেষ ধাপ ছবি, ফিংগার, আইরিশ নেওয়ার পরে সাদা কাগজে পাসপোর্টের সঙ্গে সম্পর্কিত । বিস্তারিত তথ্য উল্লেখ করে যে পেপারটি দেওয়া হয় সেটাই পাসপোর্ট ডেলিভারি স্লিপ । এবং এই ডেলিভারি স্লিপটি “এনআইডি” কার্ড এবং পূর্বের পাসপোর্ট এর সাথে মিলিয়ে দেখবেন । যদি কোন সংশোধন করে থাকেন সেটাই মিলিয়ে দেখবেন । সঠিক ভাবে পাসপোর্ট ডেলিভারি পেতে পাসপোর্ট ডেলিভারি চেক করা খুবই জরুরী ।

অফিসে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক করুন এবং যদি কোন ভুল বা দেখতে পান তবে সাথে সাথে ঐ অফিসার কে জানান যিনি আপনাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়েছিলেন । ঐ অফিসার আপনার দেখানো ভুল ঐ সময় সংশোধন করে দিবেন ।

অফিস থেকে চলে গেলে বা অন্য দিন এসে সংশোধনের কথা বললে সংশোধন করে দিবে না । এটার জন্য আবার আলাদা প্রসেসে এ এগোতে হবে যা ঝামেলা পূর্ণ ।

৩. ই-পাসপোর্ট ডেলিভারি চেক – e-passport delivery check

= পাসপোর্ট ডেলিভারি চেক করার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে কি না । ই-পাসপোর্ট ডেলিভারি চেক না করে পাসপোর্ট অফিসে গেলে ফিরে আসতে হতে পারে । কারণ পাসপোর্ট আবেদন থেকে পাসপোর্ট ডেলিভারি পাওয়া পর্যন্ত অনেকগুলো ধাঁপ পার করে আসে । তাই পাসপোর্ট ডেলিভারি চেক পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে অফিসে আপনার পাসপোর্ট এসেছে কিনা তা নিশ্চিত হওয়া যায় ।

পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন :-

ই-পাসপোর্ট ডেলিভারি চেক করতে প্রথমে ভিজিট করবেন www.epassport.gov.bd/authorisation/application-status সাইটে এবং তার পরে Application ID অথবা Online Registration ID নাম্বার দিবেন । এর পরে Date of Birth দিয়ে নিচে ভেরিফিকেশন এ টিক দিয়ে সার্স অপশনে ক্লিক দিলেই ই-পাসপোর্ট স্ট্যাটাস ।

ই-পাসপোর্ট ডেলিভারি চেক করে যদি লেখা থাকে Your Passport ready for issuance তার মানে পাসপোর্ট ডেলিভারি’র জন্য প্রস্তত আছে ।

৪. ই-পাসপোর্ট ডেলিভারি – পাসপোর্ট সংগ্রহ পদ্ধতি

= ই-পাসপোর্ট ডেলিভারি এবং MRP পাসপোর্ট এর ডেলিভারি পদ্ধতি একই । পাসপোর্ট আবেদন শেষ পাসপোর্ট অফিস থেকে ছোট্ট একটি স্লিপ দিয়েছিলো যাতে আপনার পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা ছিল সেটাই পাসপোর্ট ডেলিভারি ডেলিভারি স্লিপ । ঐ ডেলিভারি স্লিপ নিয়েই আপনাকে আপনার অফিসের পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে ।

৫. পাসপোর্ট ডেলিভারির সময় কি কি নিতে হবে ?

= পাসপোর্ট ডেলিভারির সময় সাথে নিবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং যদি আগে কোন পাসপোর্ট থাকে অবশ্যই সাথে নিবেন ।

৬. পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করব ?

= পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে অবশ্যই থানায় GD করতে হবে ৷ ঐ জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে ।

৭. e-passport delivery time – পাসপোর্ট ডেলিভারি টাইম

= e-passport delivery time হল অতিজরুরী ৩ কর্ম দিবস, জরুরী ৭ কর্ম দিবস এবং বা নিয়মিত বা সাধারণ ২১ কর্ম দিবস ।

ই-পাসপোর্ট delivery time বা অফিস থেকে পাসপোর্ট সংগ্রহের করতে পারবেন শুক্র এবং শনিবার বাদে এবং এবং সরকারী ছুটির দিন বাদে যে কোন পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন ৷ বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস সকাল ৮টা বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে ।

তবে দেশের কিছু কিছু পাসপোর্ট অফিস Passport delivery time আলাদা ভাবে উল্লেখ করে তাদের অফিসের নোটিশ বোর্ডে, অফিসে যাওয়ার আগে তাদের ফোন দিয়ে পাসপোর্ট ডেলিভারি সময় জেনে নিতে পারেন । বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসের ফোন নাম্বার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ।

৮. পাসপোর্ট ডেলিভারি ডেট – passport delivery time

= কোন ধরনের পাসপোর্ট আবেদন করছেন তার ওপর নির্ভর করে পাসপোর্ট ডেলিভারি ডেট । সাধারণ আবেদন করলে আবেদন জমা নেওয়ার দিন থেকে ২১ দিন পরে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায় । জরুরী আবেদন করলে পাসপোর্ট আবেদনের দিন থেকে ৭ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায় । অতীজরুরী আবেদন করলে ৩ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায় । তাছাড়া পাসপোর্ট ডেলিভারি স্লিপ এর উপরের বাম পাশে e-passport delivery time দেওয়া থাকে ।

Advertisement
Advertisement

Leave a Comment